
Bangiya Sanskritik Parishad
(BSP Glasgow)
Scottish Charity Register No. SC047561

Welcome to Bangiya Sanskritik Parishad Glasgow
President's Message:

সবাইকে শারদীয় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। “কোভিডের “ দুটো বছরের রেশ এখনও পুরো
কাটেনি। এরমধ্যে আমরা প্রিয়জন ও বয়ষ্ক সদস্য হারিয়েছি, আবার নবীন সদস্যরা
যুক্ত হয়েছে।
পেছনের কিছু বছরে মাঝে মাঝে মনে হত যে “বঙ্গীয় সাংস্কৃতিক পরিষদ“ কেমন যেন
দুর্বল ও ক্ষীয়মান হয়ে পড়েছে, কিন্তু এবারের মীটিং এ সে ভুল কেটেছে। কিছু
উজ্জ্বল, ঝকঝকে মুখ চমকে দিয়েছে। নবীন প্রাণ ঠেলা মেরেছে প্রবীণ প্রাণে।
পরিষদের ‘রথ’ আবার গড়গড়িয়ে চলেছে। এটাই তো কাম্য। আসুন আমরা সবাই মিলে
গ্লাসগোর এই অনবদ্য সংস্থানটিকে উৎসাহ ও ভালোবাসায় এগিয়ে নিয়ে যাই।
শুভমস্তু।
Dear Members,
I welcome you all with love and gratitude.
Pujo is just round the corner. Covid still has not passed its course. We have lost dear senior members who were with us for a long time.
I feel proud and joyous to find new young faces with glitter and hope in their eyes. I with all my heart ask you to join hands together and let BSP flourish in togetherness, joy and fulfillment.
Yours always,
Sudipta Roy
President
Bangiya Sanskritik Parishad